প্রকাশিত: / বার পড়া হয়েছে
গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাগনভূঞা উপজেলা শাখা (ফেনী) কর্তৃক ঈদ উপহার বিতরন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ), দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেনের বাড়ি সংলগ্ন মাঠে দলীয় সর্বস্তরের নেতা কর্মিদের উপস্থিতিতে উক্ত উপহার সামগ্রী প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক বাবুল, সাবেক সহ সভাপতি শাহিন আকবর, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইমুন হক রাজীব, যুবদলের যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন টিংকু সহ অংঘ ও সহযোগী সংঘটনের নেতা কর্মি প্রমুখ।
উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ৪০ জন অসহায় ও বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৮০ বান্ডিল ঢেউটিন, গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে নগদ টাকা ও ইদ উপহার বিতরন করা হয়।
ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন বলেন, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের পক্ষে, ঈদ উপলক্ষে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছে, তাদের পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী উপহার হিসাবে বিতরন করছি, এবং বিগত ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন প্রদান করেছি।  ;
তিনি আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আগামীতেও দল বল বিবেচনা না করে অসহায়, দুস্থ মানুষের মধ্যে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে আন্দোলনে শহীদ ও আহত নেতা কর্মিদের স্বরনে বিশেষ দোয়া ও ইফতার আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।