প্রকাশিত: / বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাগনভূঞা (ফেনী) শাখার আয়োজনে নিহত শহীদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে কোরআন তেলোয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (২৬ মার্চ) দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ছাত্র প্রতিনিধি আবদুল মোতালেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত।
বিশেষ অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-ফেনী জেলার সংগঠক আব্দুল্লাহ আল-যোবায়ের,
অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ, আব্দুল আজিজ, মোঃ তাজিম, ফেনী জেলার সাবেক সহ-সমন্বয়ক মোঃ সালমান, মোঃ মাহফুজ।
দাগনভূঞা উপজেলার-জাতীয় নাগরিক কমিটির সংগঠক এডভোকেট মনসুর এবং মোঃ সানা উল্লাহ।
প্রোগ্রামের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাজ্জাদ হোসাইন (ফাহিম)।
আরো বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি প্রিন্স মোহাম্মদ আজিম, সমাজসেবক মোঃ বাহার।
পরে কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ ও ২০২৪ এ গনতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া ও ইফতার করা হয়।