Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

কাঙ্ক্ষিত স্বাধীনতা ভূলন্ঠিত করতেই ২৫ মার্চের গনহত্যা : স ম আজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫  মার্চ গনহত্যা দিবস ২০২৫ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে পবিত্র কোরআান তেলোয়াতের মধ্যে দিয়ে দুপুর ২ টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম,

বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা সহ কারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম,

আরো উপস্থিত ছিলেন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা মৎস অফিসার মিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি গণ।

বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম, আজিম উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখার, সাংবাদিক তবারক হোসেন, রিপোটার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুমন পাঠোয়ারী।

বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন তার আলোচনায় বলেন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ যে কালো রাত্রি সংঘটিত হয়েছে তার একমাত্র কারন ছিল ক্ষমতা কুক্ষিগত করে রাখা, ঠিক ২৪ শের গনঅভ্যুত্থানের আগেও শেখ হাসিনা মানুষের অধিকার কে ভূলন্ঠিত করে এক নায়ক তন্ত্র কায়েম করতে গিয়ে পূনরায় রক্ত ঝরেছে, শহীদ হয়েছে, তিনি ১৯৭১ এবং ২০২৪ এর সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা করেন, এবং বৈষম্য হীন বাংলাদেশ গঠনে তরুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে স ম আজহারুল ইসলাম বলেন, ১৯৭১ সালের এই দিনটি খুবই বেদনার, কাঙ্ক্ষিত স্বাধীনতাকে ভূলন্ঠিত করতেই পাক হানাদার বাহিনী ২৫ মার্চ গনহত্যা চালিয়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র রুখে দিয়ে বীর বাঙ্গালী বুকের তাজা রক্ত দিয়ে ২৬ মার্চ বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দে শ হিসাবে প্রতিষ্ঠা করে। আমরা ২৫ মার্চ গনহত্যায় শহীদ দের আজ শ্রদ্ধার সাথে স্বরন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি আরো বলেন, আসুন সকলে মিলে বৈষম্য হীন একটি বাংলাদেশ গঠনে কাজ করি, যে যার জায়গা থেকে সচেতন হই, নিজের স্বার্থ পরিহার করে দেশের স্বার্থে ভূমিকা রাখি। যাতে করে আর কোন ২৫ মার্চ, ২৪ এর জুলাই আগষ্ট ফিরে না আসে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত