Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

হাবিব উল্লাহ কাঁচপুরী ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা *ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (ডব্লিউএইচআরও)*-এর জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন দেশের খ্যাতনামা সমাজসেবী, শিল্পপতি ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী।

সংস্থাটির চেয়ারম্যান ও মহাসচিবের স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তাকে এ দায়িত্বে অনুমোদন দেওয়া হয়েছে।  

দীর্ঘ তিন দশক ধরে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন হাবিব উল্লাহ কাঁচপুরী। শিক্ষা, স্বাস্থ্য, আইনি সহায়তা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ—সব ক্ষেত্রেই তাঁর সরব উপস্থিতি লক্ষ্যণীয়। বিশেষ করে বন্যা, কোভিড-১৯ মহামারি এবং আন্তর্জাতিক সংকটকালে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন সেমিনারে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তাঁর অংশগ্রহণ সামাজিক অগ্রগতিতে নতুন মাত্রা যুক্ত করেছে।  

ধর্মীয় সম্প্রীতি ও সমাজ গঠনে তাঁর অবদানও অনন্য। তিনি দেশজুড়ে একাধিক মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন, যা ধর্মীয় শিক্ষা ও মানবসেবার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন সেবামূলক সংগঠনের সাথে যুক্ত থেকে তিনি বিশ্বব্যাপী মানবতার কল্যাণে ভূমিকা রাখছেন।  

নতুন দায়িত্ব সম্পর্কে হাবিব উল্লাহ কাঁচপুরী জানান, "মানবতার সেবাই আমার জীবনের ব্রত। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মাধ্যমে এই মিশনকে আরও বেগবান করব।" সংস্থাটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তাঁর নেতৃত্বে আন্তর্জাতিক মানবাধিকার ও সমাজিক উন ্নয়নের কার্যক্রম নতুন গতি পাবে।  

জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর এই নিযুক্তি সমাজসেবা ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশের ভূমিকাকে আরও সুদৃঢ় করবে বলে বিশ্লেষকদের ধারণা। আগামী দিনগুলোতেও তিনি দেশ ও বিশ্বমানবতার সেবায় নিবেদিত থাকবেন বলেও প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত