প্রকাশিত: / বার পড়া হয়েছে
২৩ মার্চ (রবিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং কালিকাপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক মোঃ আব্দুস সাত্তার।
বেস্টওয়ে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেল এর সত্ত্বাধিকারী ও পল্টন সিটি হার্ট শাখার সেক্রেটারি মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় ও বিশিষ্ট সমাজ সেবক আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ইসলামির
সেক্রেটারি ছিলেন মোঃ বেলাল হোসাইন।
প্রধান অতিথি বলেন, তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে সমাজের সকল অনাচার মুক্ত হবে।তাকওয়াবান ব্যক্তিরা নির্বাচিত হলে দেশের কাঙ্খিত পরিবর্তন হবে। তিনি আগামী দিনে সততা ও আমানদারীতার সাথে যারা নেতৃত্ব দিবে তাদের নির্বাচিত করার আহ্বান জানান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ শহীদুল্লাহ, শেখ আহমেদ, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন। ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার জহির উদ্দিন তোহার সেক্রেটারি এ জে কামরুল, ৬নং ওয়ার্ড যুব বিভাগ সভাপতি আব্দুল কাইয়ুম, সেক্রেটারি আক্তার উদ্দীন শাহীন। সামিউল আলম সম্রাট, শাহরিয়ার সুজন প্রমুখ।