প্রকাশিত: / বার পড়া হয়েছে
৪ নং রামনগর ইউনিয়নে ৮ ও ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াত ইসলামির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
২৩ মার্চ রবিবার উত্তর সেকান্দর পুর চুনা মিয়া বাড়ি জামে মসজিদে ৪ নং রামনগর ইউনিয়নের আমির, মাস্টার আহছান উল্লাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি ঢাকা দক্ষিণ এর সূরা সদস্য, দাগনভূঞা ও সোনাগাজী ৩ নং আসনের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ ফখরুদ্দিন মানিক।
এতে আরো উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, বিআরডিবির সভাপতি ও সাবেক পৌর কমিশনার নজির আহাম্মদ, ৪ নং রামনগর ইউনিয়নের সেক্রেটারি আবদুল মোতালেব সোহেল সহ জামায়াত ও ইসলামি ছাত্রশিবিরের নেতা কর্মি প্রমুখ।
প্রধান অতিথির আলোচনায় ডা: ফখরুদ্দিন মানিক বলেন, আমরা বাংলাদেশ খুব শান্তিতে রমজান পালন করছি, সাহরী, ইফতার করছি কিন্তু ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা রক্তে রঞ্জিত, তাদের খাওয়ার থাকার নিরাপত্তা ইসরাইলী হানাদার বাহিনী দ্বারা আক্রান্ত। তাদের জন্য দোয়া ছাড়া আমরা কিছুই করতে পারছি না।
তিনি ইসলামের সু মহান দিক্ষা চারদিকে চড়িয়ে দেয়ার জন্য নেতা কর্মিদের দৃষ্টি আকর্ষণ করেন।