Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

চাচাতো বোনকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যশোরের অভয়নগর থানার একটি মামলার রায়ে শামীম হাসান নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। 

আজ বৃহষ্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ গোলাম কবির এ রায় ঘোষণা করেন। অভিযুক্ত দন্ডপ্রাপ্ত শামীম হাসান যশোরের অভয়নগর উপজেলার বাসুয়াড়ি পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি আব্দুল লতিফ লতা সাংবাদিকদের বলেছেন,শামীমের চাচাতো বোন গত ২০২০ সালে জেএসসি পাশ করে। ওই কিশোরী মাঝে মধ্যে শামীমের মোবাইল থেকে ভিডিও গান আদান-প্রদান করতো। ওই বছর ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে শামীম ফোন করে ভিডিও গান নেওয়ার জন্য মেয়েটিকে তার বাড়িতে ডেকে নেয়। 

তার বসত ঘরে প্রবেশ করার সাথে সাথে শামীম ঘরের দরজা ভিতর থেকে আটকাইয়া দেয়। এরপর মুখে চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনার বিষয় কাউকে কোন কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। মেয়েটি বাড়ী ফিরে তার বোন ও পিতাকে জানায়। এরপর ওই দিনই অভয়নগর থানায় শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। 

পিপি আব্দুল লতিফ লতা আরো বলেন,২০২১ সালের ৩০ নভেম্বর এ মামলায় শামীম হাসানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি শামীম হাসানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত