Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দলীয় কর্মীদের জন্য কাঁদলেন জেলা যুবদল মোজাম্মেল হক আজাদ মেম্বার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

সোনাগাজীর কারামতিয়া বাজারে ইফতারের মঞ্চ প্রস্তুতিকালে স'ন্ত্রা'সী হা'ম'লায় আ'হত দলীয় কর্মীদের জন্য কাঁদলেন জেলা যুবদল মোজাম্মেল হক আজাদ মেম্বার। 

যারা নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিয়ে দলীয় কর্মীদের উপর নৃশং'স'ভাবে স'শ'স্ত্র  হা'মলা করে তাদের নামে  আল্লাহর কাছে বিচার দিলেন চর দরবেশ ইউনিয়নের  'সাবেক এই মেম্বার।

আজাদ মেম্বার বলেন, ইউনিয়ন বিএনপির ইফতারের মঞ্চ প্রস্তুতিকালে কয়েকজন অনুপ্রবেশকারী বিএনপির তৃণমূলের কর্মীদের উপর নৃ'শং'স'ভাবে হা'মলা করেছে। এতে ফয়সল, মিলন, মোশারফ ও আলমসহ অন্তত ১৫ জন আ''হত হয়েছেন।  থানায় মা'ম'লা দেয়ার পরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

বৃহষ্পতিবার দুপুরে কারামতিয়ায় বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুল্লাহ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মাসুদসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত