Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শরীয়তপুর জেলা জাতীয় শিক্ষক ফোরাম শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে জেলা শহরের শামীম প্লাজায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন গাজী। 

বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক এস. এম. আহসান হাবিব।

বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা  মাওলানা আনোয়ারুল হক, বাংলাদেশ মুজাহিদ কমিটি শরীয়তপুর জেলা শাখার ছদর আলহাজ্ব মুফতি ফেরদৌস আহমদ প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা আলী আজগরকে সভাপতি, এইচ এম কুদ্দুস সহ-সভাপতি, এমএম হাফিজুর রহমান সাধারণ সম্পাদক ও মাস্টার দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

পরে প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ ও বিশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত