প্রকাশিত: / বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের, ভেপেনার শহরের ব্যবসায়ী মোহাম্মদ কামরুল ইসলাম ডাকাতের গুলিতে নি-হ-ত হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০ টার দিকে একদল ডাকাত তার মুল্যবান জিনিসপত্র ও ক্যাশ থেকে টাকা পয়সা সব নিয়ে যায় এবং আরও বেশি টাকার জন্য কামরুল ইসলামকে দোকানের বাহিরে থাকা গাড়ি চেক করতে নিয়ে যায়। এক পর্যায়ে তার পেটে গুলি করে চলে যায়। ফলে তাৎক্ষণিক ঘটনাস্থলে সে নিহত হয়।
নিহত কামরুল ফেনী জেলার দাগনভুঞা থানার পশ্চিম করমুল্যাহপুরের অজি উল্ল্যাহ হাফেজ বাড়ির মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।