Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শরীয়তপুরে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

সোহাগ সরদার, শরীয়তপুর

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

শরীয়তপুরে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলেন
অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে শরীয়তপুর সিভিল সার্জন সভা কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ মোজাম্মেল হকের  পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জাহিদুল ইসলাম, ডা. সাব্বির রহমান প্রমূখ। এতে শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আগামী ১৫ মার্চ দিনব্যাপী সারা দেশের সাথে শরীয়তপুরে ১ লাখ ৭০ হাজার ৮শ ৫৪ শিশুকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানাগেছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত