প্রকাশিত: / বার পড়া হয়েছে
আজ-১২মার্চ বুধবার নয়া পল্টন সিটি হার্ট শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিটি হার্ট শাখার সভাপতি কাশেম সর্দারের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মোঃ মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ এসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তাফিজ শাহীন।
প্রধান অতিথীর বক্তব্যে তিনি ২৪ এর শহীদদের স্মরন করে বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকার ইফতার মাহফিল পর্যন্ত করতে দেয় নাই। অনেক লুকোচুরি করে আমাদের ইফতার মাহফিল করতে হয়েছে।
তিনি আরও বলেন সমাজ থেকে ঘুষ,সুদ, ধর্ষন দুর করতে হলে ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নাই। দুই একটা ধর্ষন কারীকে শরিয়াহ আইনে সাজা দিলে দেশ থেকে চিরতরে ধর্ষন হারিয়ে যেত। তিনি সিটি হার্টের প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার আহবান জানান।
ইফতার মাহফিলে দোয়া, মুনাজাত ও আলোচনা করেন কেরানীগঞ্জ থানার ওলামা বিভাগের প্রধান শায়েখ সাইফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্টন উত্তর ওয়ার্ড সভাপতি মোঃ নুরুল আমিন। ওয়ার্ড সহ সভাপতি সোলাইমান ফারুক। ওয়ার্ড সেক্রেটারি আবু সাঈদ ও শতাব্দীর টাওয়ার শাখার সভাপতি সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিটি হার্ট শাখার বায়তুল মাল সম্পাদক আক্তার হোসেন ও আল আমিন। ইফতার মাহফিলের দেড় শতাধিক নেতা কর্মী অংশ গ্রহণ করেন।