Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শরীয়তপুরের একে জসিম উদ্দিন বিজেপির কেন্দ্রীয় সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফাইল ফটো

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী বেপারী পরিবারের কৃতিসন্তান, ইতালী প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, দানশীল ব্যক্তিত্ব একে জসিম উদ্দিন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (১২ মার্চ) বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে একে জসিম উদ্দিন বলেন, তারুন্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে বিজেপি চেয়ারম্যান জননেতা ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্বে দিবেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। সেই লক্ষ বাস্তবায়নে আমরাও তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। 

এদিকে, একে জসিম উদ্দিন বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, একে জসিম উদ্দিন বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায়
নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শুভকাঙ্খীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, একে জসিম উদ্দিন ছোটবেলা থেকেই পারিবারিকভাবে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক নানানভাবে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত