প্রকাশিত: / বার পড়া হয়েছে
নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) এর উদ্যোগে আজ ০৮.০৩.২৫ (শনিবার) দাগনভূঞা (ফেনী) উপজেলা কার্যালয়ে ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের দাগনভূঞা উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান সোহেলের সঞ্চালনায়, সভাপতি দীন মোহাম্মদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা থানার সেকেন্ড অফিসার রোকন উদ্দিন, বিআরডিবির সভাপতি ও সাবেক পৌর কমিশনার, নজির আহাম্মদ, দাগনভূঞা বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, গোলাম রসুল মেনন সহ আরো উপস্থিত ছিলেন সংঘটনের সদস্য, রাজনৈতিক ব্যাক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যাক্তি বর্গ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামি দাগনভূঞা উপজেলা সেক্রেটারি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাংঘঠনিক সম্পাদক কামাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা জন সাধারণের কল্যাণে সড়ক নিরাপদ রাখতে বাংলাদেশের একমাত্র সচেতনতা মূলক সংঘটন হিসাবে "নিরাপদ সড়ক চাই আন্দোলনের" ভূয়সী প্রশংসা এবং এই সংঘটনের যে কোন উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।