প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
০৬/০৩/২৫ (বৃহস্পতিবার) বিকাল ০৩ :৩০ টায় মেডিকেয়ার হসপিটাল (বন্ধ) হল রুমে দাগনভূঞা উপজেলা ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংঘটনের নেতা কর্মিরা সংবাদ সম্মেলন আয়োজন করে, লিখিত বিবৃতি পাঠ করেন।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আলাউদ্দিন মিস্টার লিখিত বক্তব্যে বলেন..
" প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামুআলাইকুম,
আপনারা জানেন যে গত ০৪.০৩.২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ফেজবুক ফেজে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক কে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। যা অত্যান্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা মনে করি কাজী জামশেদুর রহমান ফটিকের বিরুদ্ধে পতিত আওয়ামী হায়নাদের দোষর রা, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংঘটনের সাংগঠনিক কাঠামো তাদের কায়েমী স্বার্থে পকেটস্থ করার জন্য, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিকট মিথ্যা, ভূল ও বানোয়াট তথ্য উপস্থাপন করে, কাজী ফটিক কে অব্যাহতি প্রদানে সহযোগিতা করে। যিনি দাগনভূঞা উপজেলার সর্বোচ্চ কর্মিবান্ধব ও প্রায় অর্ধশতাধিক মামলার অধিকারী এবং ১৩ বার কারা নির্যাতিত নেতা। তাকে যে ভাবে পুরুস্কৃত করা হয়েছে তা নির্যাতিত মজলুমের হৃদয়ের রক্তক্ষরন ও আর্তনাদের সামিল।
আশাকরি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তৃনমুলের মজলুমদের হৃদয়ের রক্তক্ষরণ আর্তনাদ উপশমের সুযোগদানে বাধিত কর বেন।"
এতে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইন্জি- খুরশিদ আলম জাবেদ। যুবদলের যুগ্ন আহবায়ক আবু ছায়েদ। ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদল সভাপতি আমজাদ ফারজেল। আবু মাজেদ অশ্রু, যুগ্ন আহবায়ক উপজেলা ছাত্রদল। ফখরুল ইসলাম রানা থানা যুগ্ন আহবায়ক ছাত্রদল। নুরুল করিম রুবেল থানা যুগ্ন আহবায়ক। রুহুল কবির পৌরসভা যুগ্ন আহবায়ক ছাত্রদল। মো: ইদ্রিস সহ আইন বিষয়ক সম্পাদক জেলা ছাত্রদল। শরিফুল ইসলাম, সদস্য জেলা ছাত্রদল। নুর মো: পলাশ, সিনিয়র যুগ্ন আহবায়ক উপজেলা সেচ্ছাসেবক দল। মোহাম্মদ লিটন যুগ্ন আহবায়ক পৌরসভা। ইসমাইল হোসেন সবুজ, সাবেক যুগ্ন আহবায়ক যুবদল। ফয়সাল পৌরসভার যুগ্ন সম্পাদক যুবদল। আতিকুল্লাহ চৌধুরী ৬ নং সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক। আব্দুল্লাহ আল মামুন, সাবেক সদস্য সচিব পৌর ছাত্রদল। আফসার যুবদল নেতা। ২ নং রাজাপুর ইউনিয়ন যুবদল নেতা মো: সেলিম প্রমুখ।
উল্লেখ্য গত কাল ৪/৩/২৫ ( মঙ্গলবার) ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক কে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কারাদেশ প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।
বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গত কাল মশাল মিছিলের পর আজ সংবাদ সম্মেলন করেন, এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার না হলে আরো বড় লাগাতার কর্মসূচি আসবে বলে সংবাদ সম্মেলনে জানান উপজেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতারা।