Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

সীমান্তে হত্যা বন্ধ না হলে প্রতিশোধ নিতে হবে-ডাঃ তাহের

মনির হোসেন

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - মনির

বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পবিত্র রমজান মাসেও বাংলাদেশের বর্ডারে মুসলমানরা গুলির আতঙ্কে আছে। কখন যে ভারতের গুলি বাংলাদেশে মানুষদের বুকে এসে পড়ে। অতীতের সরকারগুলো নতজানু পররাষ্ট্রনীতি কারণে এসব সম্ভব হয়েছে। আশা করি বর্তমান সরকার তার মেরুদন্ড শক্ত করে সঠিকভাবে মোকাবেলা করবে। সীমান্তে আমাদের লোক হত্যা হলে তার প্রতিশোধ নিতে হবে সরকারকে। তিনি সরকারকে আহবান জানিয়ে বলেন, পবিত্র মাহে রমজানে ইফতার ও খাদ্যসামগ্রী ন্যায্য মূল্যে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। 

বুধবার বিকাল ৫টায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত কার্যালয়ে জেলা জামায়াত আয়োজিত ছাত্রশিবিরের সাবেক-বর্তমান দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট এর সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক দক্ষিণ জেলা আমীর জনাব আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকি, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শফিকুল আলম হেলাল, মিজানুর রহমান, মাওলানা ইব্রাহীম, বেলাল হোসাইন, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মহিউদ্দিন রনি ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী।

ডা. তাহের আরো বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরো সুন্দর করতে হবে। জেলার প্রতিটি পাড়া মহল্লায় ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকতে হবে। কুরআনের সমাজ কায়েমের জন্য কাজ করতে হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত