Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩৪ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (৩ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাহামুদুল ইসলাম মুন্না (৩৫), মো.শাকিল (২৩), আবদুল হামিদ প্রকাশ রিপন (৩৬), সাকিব আলম প্রকাশ মিনহাজ উদ্দিন সাকিব (২০), মো.মোর্শেদ আলম (৩৫), মো. জুয়েল, মো.রিপন (৪৫), মো.নগেন (২০), মো. জসিম উদ্দিন (৪৩), আহমেদ (৪৪), মো. ওয়াহিদুল আলম প্রকাশ বাবু, মো.আরমান (৪০), মেহেদী হাসান আকাশ (২২), মো.আরিফুল ইসলাম প্রকাশ আরিফ (২৩), মো. ইদ্রিস (২৭),  মো.অন্তর প্রকাশ মেহেদী হাসান হৃদয় (২১),  সাদ্দাম হোসেন প্রকাশ আরাফাত হোসেন সাদ্দাম (৩৩),  আবুল কালাম আজাদ (৫৮), মো.ইউনুছ ইসলাম প্রকাশ তারেক (২৫), দিদার (৪২), অনিক দাশ প্রকাশ নিঝুম (৩১), বেলাল প্রকাশ পানি বেলাল (৪২), মো. শাকিল (২৫), আব্দুস শুক্কুর প্রকাশ সুমন (৩০), মো. জনি (৩০), মো.সোহেল (২১), হাসান (২০), মো.সুমন (২৬), জুয়েল দাস (৩০), মো. রাব্বী (২৪), মো.রাসেল সর্দার (৩২) ও মোহাম্মদ আলী (৩০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত