Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শেখ হাসিনা দেশে উপস্থিত থাকুন বা না থাকুন, বিচার হবেই: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত থাকুন বা না থাকুন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “বিচার অবশ্যই হবে। শুধু তিনি নন, তার সঙ্গে যারা জড়িত, তার পরিবারের সদস্য, তার সহযোগী ও ঘনিষ্ঠ ব্যক্তিরাও বিচারের আওতায় আসবেন।”

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকার তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া শুরু হবে। শুধু শেখ হাসিনা নন তার সঙ্গে সংশ্লিষ্ট সবাই—তার পরিবারের সদস্য, সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে।

গত ৫ আগস্ট বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে বর্তমানে ভারতে আছেন। তার বিরুদ্ধে গোপন আটককেন্দ্রের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ রয়েছে। ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ নামে এসব গোপন আটককেন্দ্রে তার রাজনৈতিক বিরোধীদের জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং কয়েকজনকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ড. ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ ‘আনুষ্ঠানিক চিঠি’ পাঠিয়েছে, তবে নয়াদিল্লির কাছ থেকে এ বিষয়ে এখনো কোনো ‘আনুষ্ঠানিক জবাব’ আসেনি।

তবে শেখ হাসিনা বাংলাদেশে থাকুন বা ভারতেই থাকুন তিনি বিচারের মুখোমুখি হবেনই, বলেন ড. ইউনূস।

সম্প্রত ি ড. ইউনূস এ ধরনের একটি ‘কুখ্যাত গোপন বন্দিশালা’ পরিদর্শন করেছেন, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত।

‘আপনার দেখার বা অনুভবের ক্ষেত্রে এর চেয়ে বীভৎস আর কিছু হতে পারে না,’ বলেন তিনি।

ড. ইউনূস জানান, এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কারা এবং এর পরিসর কতটা তা নিয়ে কাজ করতে ‘সময় লাগছে’।

‘তারা সবাই এই কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল’, বলেন তিনি।

‘পুরো সরকারই এর সঙ্গে জড়িত ছিল। এ কারণে, আপনি আলাদা করে বলতে পারবেন না কে নিজ স্বার্থে এটি করছিল বা কে নির্দেশ পালন করছিল কে এটিকে সমর্থন না করলেও এর সঙ্গে জড়িত ছিল।’

হাসিনা, সামরিক বাহিনী ও পুলিশের বিরুদ্ধেও জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়ন পরিচালনার অভিযোগ রয়েছে। জাতিসংঘের হিসাব মতে, সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার আগের কয়েক দিনে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

ড. ইউনূস ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের চেষ্টা করছেন এবং তিনি নেতৃত্বে থাকা অবস্থায় এ বিষয়টির নিষ্পত্তি করে যেতে চান।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত