Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাঁতের জোরে ফিরে এল চোখের দৃষ্টিশক্তি : হতবাক গোটা বিশ্ব

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

 চোখ হল অমূল্য সম্পদ। এটি যদি সঠিক না থাকে তাহলে প্রতিটি জীবন হবে অন্ধকারে ভরা। যাদের চোখের দৃষ্টি নেই তাদের কাছে পৃথিবী একেবারে কালো অন্ধকারে ভরা। তবে এবার সামনে এল অবাক করা এক কাহিনী।

কানাডার এক মহিলা দীর্ঘ ১০ বছর ধরে অন্ধ ছিলেন। তবে তিনি এবার চোখে দেখতে পারছেন। কীভানে সম্ভব হল এই অসম্ভব। জানা গিয়েছে চিকিৎসকরা মহিলার দৃষ্টিশক্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য তাঁর দাঁতকে ব্যবহার করেছে। তিনি বিশ্বের প্রথম মহিলা যিনি দাঁতের সাহায্য নিয়ে চোখের দৃষ্টিশক্তি ফিরে পেলেন। 

চিকিৎসকরা জানিয়েছেন দাঁতের মধ্যে এমন কয়েকটি গ্রন্থি রয়েছে যাকে কাজে লাগিয়ে তারা চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে নিয়ে আসার কাজটি করেছেন। এই অপারেশনটি তারা দাঁত এবং চোখের নার্ভকে যুক্ত করে করেছেন। যারা হঠাৎ করে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাঁদের কাছে এটি হয়ে উঠতে পারে যুগান্তকারী একটি আবিষ্কার।

কানাডার ভনকুবার মাউন্ট সেন্ট জোসেফ হাসপাতালে এই চিকিৎসা করা হয়েছে। সেখানে একটি বিশেষজ্ঞ দল কানাডার ওই মহিলার দাঁতকে চোখের করনিয়া হিসাবে ব্যবহার করেছেন। এটি তাঁরা একটি পরীক্ষা হিসাবে করলেও সেখানে অভাবনীয় সফলতা এসেছে। 

রোগীর দাঁতকে সতর্কভাবে অপটিক্যাল লেন্সের মতো করে কেটে নেওয়া হয়েছে। এরপর সেটিকে তার গালে বসিয়ে দেওয়া হয়েছে যাতে সেখান থেকে এক কঠিন ভাবটি কমে যায়। এরপর সেখানে নতুন করে টিস্যু তৈরি হতেই সেটিকে সরাসরি চোখের করনিয়া হিসাবে ব্যবহার করা হয়েছে। 

চোখের করোনার কারণে যদি অন্ধত্ব আসে তাহলে সেখান থেকে এই চিকিৎসা পদ্ধতি একটি যুগান্তকারী দিক হিস াবে সামনে আসতে পারে। চিকিৎসা শেষে রোগী জানিয়েছে ফের চোখে দেখতে পেয়ে তিনি আনন্দিত। তাঁর দাঁত যে চোখের কাজ করবে সেটা জানতে পেরে তিনি প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন। তবে পরে চিকিৎসকদের এই কাজটিকে তিনি প্রশংসা না করে থাকতে পারলেন না। ফের বিশ্বের আলো দেখতে পেয়ে নিজেকে তিনি ভাগ্যবান বলেই মনে করছেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত