Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

এপ্রিল থেকে ভারতের উপর চাপানো হবে পাল্টা শুল্ক, ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ভারতের উপর পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি আগেই শোনা গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। সেই আশঙ্কা এবার সত্যি হল। আগামী ২ এপ্রিল থেকে ভারতের উপর 'পাল্টা শুল্ক' চাপানো শুরু করবে ট্রাম্প প্রশাসন। মার্কিন কংগ্রেসে ভাষণে এই কথা ঘোষণা করেছেন ট্রাম্প।

দ্বিতীয়বার ক্ষমতায় আসায় পর প্রথমবার মার্কিন কংগ্রেসে বক্তৃতা রেখেছেন ট্রাম্প। সেখানেই তিনি এই ঘোষণা করেন। ট্রাম্প বলেন, "ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা অসংখ্য দেশ আমাদের উপর আমাদের চেয়েও বেশি শুল্ক আরোপ করে। যা খুবই অন্যায্য।'' বক্তৃতায় ভারতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “ভারত আমাদের কাছ থেকে ১০০ শতাংশেরও বেশি গাড়িতে শুল্ক আদায় করে। আমাদের পণ্যের উপর চীনের গড় শুল্ক আমরা তাদের কাছ থেকে আদায় করি তার দ্বিগুণ। দক্ষিণ কোরিয়ার গড় শুল্ক চারগুণ বেশি।” তিনি আরও বলেন, ''ট্রাম্প প্রশাসনের জমানায় আমেরিকায় পণ্য তৈরি না করলে শুল্ক গুনতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি। দশক ধরে বিভিন্ন দেশ আমাদের উপর শুল্ক চাপিয়ে রেখেছিল। এখন আমাদের পালা তাদের বিরুদ্ধে শুল্ক অস্ত্র প্রয়োগ করার।''

ট্রাম্পের ঘোষণা করেন, আমেরিকা আগামী ২ এপ্রিল থেকে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক চাপানো শুরু করবে। ১ এপ্রিল থেকেই শুরু করা হত। কিন্তু লোকে ওই দিন 'এপ্রিল ফুলস ডে' ভেবে মজা করবেন। ট্রাম্পের এই পাল্টা শুল্ক ঘোষণার পর তাঁর অনুগামীরা কংগ্রেস দাঁড়িয়ে করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

মঙ্গলবার থেকেই মেক্সিকো এবং কানাডার উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা । পাল্টা শুল্ক চাপিয়েছে জাস্টিন ট্রুডো প্রশাসনও। চীনের উপর শুল্কের হার ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ২০ শতাংশ করা হয়েছে। ফেন্টানাইল উৎপাদনে চীন কোনও পদক্ষেপ নেয়নি এই অভিযোগ তুলে শুল্কের হার বৃদ্ধি করেছে ট্রাম্প প্রশাসন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত