প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক কে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কারাদেশ প্রদান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
০৪.০৩.২৫ ( সোমবার) সন্ধায়, জাতীয়তা বাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন, এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এই বিষয়ে কাজী ফটিকের কাছে জানতে চাইলে তিনি বলেন এটা সত্য না মিথ্যা আমি জানি না। তবে যদি সত্যি হয় তাহলে বিএনপির জন্য কেউ আর আগামীতে ত্যাগী হয়ে সর্বস্ব হারাবে না। বিগত ১৭ বছর আওয়ামীলীগ দ্বারা নির্যাতিত হয়েছি, এখন নিজের দল যদি নির্যাতন নিপিড়ন চালায় তাহলে কিছুই বলার নাই।
বিজ্ঞাপন