Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করায় প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি-প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলার পাটনীগাঁও গ্রামের ৯.৪৫ একর জমি জোর করে কৃষি জমিতে মাছের ঘের কেটে ও কিটনাশন দিয়ে ফসল নষ্ট করার প্রতিবাদে ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি জেলা প্রশাসকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোবারক বেপারী, নিপা আক্তার, বাবর আলী মাদবর, রিপা বেগম, মো. খোকন মোল্যা  সামাদ শেখ প্রমূখ। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এদিকে জোরপূর্বক অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে শরীয়তপুর সদর যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জমি দিতে রাজি না হওয়ায় এবং অভিযোগ করায় রোকন সরদার ও আজিজুল অস্ত্রসহ লোকজন নিয়ে এসে আমাদের বাড়িঘরে হানা দেয় এবং তারা আমাদের ভয় দেখায় আমরা ভয়ে ঘর থেকে কেউ বের হতে পারছি না। আমাদের কৃষিজমি জোর করে কেটে ফেলেছে। 

তারা আরও বলেন, এ যেন মগের মুল্লুক। রোকন সরদারের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে পাটানিগাও গ্রমের কৃষকরা। রোকন সরদারের সাথে আরও দুইজন সহকারি রয়েছেন। তারা হলেন আরিফ মাতবর আজিজুল শিকদার। তারা আমাদের বারবার হুমকি দিচ্ছে আমরা বাঁচতে চাই।


এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, যারা এর সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি ইউএনওদের নির ্দেশনা দেয়া হয়েছে। যারা ফসলি জমি কাটবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত