প্রকাশিত: / বার পড়া হয়েছে
শরীয়তপুরে জোরপূর্বক ফসলি জমি কেটে ঘের করায় ভেকু মেশিন ব্যবসায়ী রোকন সরদার নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) বিকালে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত রোকন সরদার শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক।
জানাগেছে, দীর্ঘদিন যাবৎ প্রভাব খাটিয় অবৈধভাবে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ফসলি জমি কেটে মাছের খামার ও মাটি কেটে বিক্রি করছেন শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদার।
সম্প্রতি গত কয়েকদিন ধরে সদর উপজেলার পালং ইউনিয়নের পাটানিগাঁও গ্রামের কৃষি জমির মালিকদের সাথে কথা না বলেই একাধিক ভেকু নামিয়ে ধান লাগানো জমি কেটে ফেলে। এর আগেও শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করার পর ভেকু জব্দ করা হয় এবং জরিমানা করা হয় তাকে।
এরপর আবারও কয়েকদিন ধরে একইভাবে তার বিরুদ্ধে দফায় দফায় জেলা ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেয় ভুক্তভোগীরা। এসব অভিযোগের ভিত্তিতে রোকন সরদারকে আটক করেছে পালং মডেল থানা পুলিশ।
পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, জোরপূর্বক ফসলি জমির মাটি কাটার অভিযোগে রোকন সরদার নামে একজন আটক হয়েছে। এখন তাকে আদালতে সোপর্দ করা হবে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, পাটানিগাও গ্রামে ফসলি জমি কেটে মাছের খামার করার দায়ে রোকন সরদারকে জরিমানা করা হয়েছিল ও ভেকু মেশিন জব্দ করা হয়েছিল। এরপর আবারও রোকন সরকার একই কাজ করছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।