Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফেনী শহরের জেবি রোডের হকার্স মার্কেটে পরিবেশ দূষণ করছে অবৈধ দুটি সান ঘর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ফেনী শহরের জেবি রোডের হকার্স মার্কেটে পাশাপাশি দুটি অবৈধ সান ঘর বসিয়ে ব্যাপক পরিবেশ দূষণ করছে, এতে ওই মার্কেটের ১শ ১৯টা দোকানীর ব্যবসায়ীক ক্ষতি ছাড়াও তাঁরাসহ নানা রোগাক্রান্ত হচ্ছে ক্রেতারাও।

রোববার (০২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে। 


এসময় ভুক্তভোগীরা এ প্রতিবেদককে জানান, ওই মার্কেটে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন তারা। অবৈধ এ দুটি সান ঘরে দিন-রাত দা,চুরি, কেঁচি ও লোহার তৈরি বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র সান দেওয়ার ফলে এর থেকে বেরিয়ে আসা মরিচীকা  বাতাসের সঙ্গে মিশে তাদের শরীরে চুলকানি সৃষ্টি ও

নাক,মুখ,চোখ,কান দিয়ে ফুসফুসে প্রবেশ করে হাঁপানিসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে তাঁরা।


ওই মার্কেটের রাবেয়া ইলেকট্রিক,ফারিয়া ইলেকট্রিক,জারা ইলেকট্রিক,দত্ত ইলেকট্রিক,নোয়াখালী ইলেকট্রিক, মিতালি রেডিও ইলেকট্রিক, মায়ের দোয়া ইলেকট্রিক,কাজী স্টোর, বশর ইলেকট্রিক,সোহাগ ইলেকট্রিক,ইত্যাদি ইলেকট্রিক ও মোল্লা ইলেকট্রিক,লাকী ইলেকট্রিকসহ পুরো মার্কেটের সব কয়টি দোকানী সান ঘর দুটির ধুলা-বালি,মরীচিকার কারণে তাঁদের ব্যবসা-বাণিজ্য করা কষ্টসাধ্য এবং প্রতিনিয়ত মোছামুছি করেও মালামালগুলো পরিস্কার ও নিরাপদ রাখা  সম্ভব হচ্ছে না বলে জানান।


এর মধ্যে জেএস হোটেল ও সোহেলের চা দোকানের অবস্থাতো আরও জটিল আকার ধারণ করছে। এ দুটি দোকানে সকল কিছু ঢেকে রাখার পরও সান ঘর থেকে উড়ে আসা মরিচীকা কারণে অনিরাপদ হয়ে পড়েছে।ফলে দিন দিন ক্রেতার সংখ্যা কমে তাঁরাও আর্থিকভাব ক্ষতিগ্রস্ ত হতে হচ্ছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় আইনি প্রদক্ষেপ গ্রহণে এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সেখানকার ব্যবসায়ী,ক্রেতা ও কর্মচারীদের। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত