Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

হাজী আবদুর রব - রুচিয়া ফাউন্ডেশনের উদ্যেগে মসজিদে আইপিএস হস্তান্তর

শাখাওয়াত হোসেন টিপু

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - শাখাওয়াত হোসেন টিপু

দাগনভূঞা ইয়াকুবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড  চন্ডিপুর পশ্চিম লাল মিয়া জামে মসজিদে, হাজী আবদুর রব - রুচিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আব্দুল কুদ্দস ছোটনের অর্থায়নে শনিবার ১ লা মার্চ বাদ আচর  আই.পি.এস হস্তান্তর করা হয়।

আই.পি.এস হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির  সভাপতি আবদুল মান্নান, মসজিদ কমিটির  সেক্রেটারি ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন রোজেন,হাজি আবদুর রব রুচিয়া ফাউন্ডেশন এর সমন্বয়ক   জাফর উল্যাহ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (১২০৬৮)দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম কমল, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক  কামাল উদ্দিন,মাওলানা নুরুল হুদা হুদন সাহেব ও বিশিষ্ট সমাজসেবক  লিটন সাহেব।এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা উপস্থিত  ছিলেন। 

উপস্থিত সবাই ফাউন্ডেশন এর উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং ( মৃত) হাজি আবদুর রব ও ( মৃত) রুচিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, হাজী আবদুর রব রুচিয়া ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক আবদুল কুদ্দুছ ছোটন  গত বছরের বন্যাকালীন সময় থেকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (১২০৬৮)দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম কমল এর তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ প্রদান,মসজিদ  মাদ্রাসায়সহ  ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান,কন্যা দায় গ্রস্ত পিতা- মাতাকে সাহায্য প্রদান এবং বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা প্রদান করে আসছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত