প্রকাশিত: / বার পড়া হয়েছে
আর কোন দিন দেখবো না তোরে,
নিজ হাতে রেখে এসেছি
অন্ধকার ঘোরে।
আর কোনদিন দেখবো না তোরে।
পুড়ে যায় এই বুক
নিভে গেছে সব সুখ,
কেমনে সইরে আহ
বুকভরা এই দু:খ।
হৃদয় মিনারে তোরে রাখবো তুলি
সেই হাসি,সেই মুখ কীভাবে ভুলি?
এই হাসি কোনদিন ভুলিবার নয়,
চিরকাল, চিরদিন পুড়বে হৃদয়।