Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

বাবু হত্যা মামলায় ৩ নং আসামি রিয়াদ প্রকাশ (ডন রিয়াদ) আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

দাগনভূঞা (ফেনী) রাজাপুর ইউনিয়নে বাবু হত্যা মামলার ৩ নং আসামী রিয়াদ হোসেন (প্রকাশ ডন রিয়াদ) কে নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

কোরাইশ মুন্সী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা এস,আই নাজমুল হাসান তানিমের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে ঢাকা পল্টন থেকে এজাহার নামীয় ১ নং আসামী এমাম হোসেন (৪৫) কে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়।

মামলার অন্য আসামীরা হলেন, সাগর (২৭), পিতা- আবুল কালাম, আবদুল হামিদ ( ৬০) পিতা- মৃত আলী আকাব্বর, উভয়ের সর্ব সাং, পশ্চিম জয়নারায়ন পুর, ৭ নং ওয়ার্ড, ইউনিয়ন, রাজাপুর, থানা, দাগনভূঞা, জেলা- ফেনী। যারা এখনো আটক হয়নি। 

উল্লেখ্য গত ০৩.০২.২০২৫ রাত ১১ টায় বাড়ি থেকে ডেকে নিয়ে দাগনভূঞা রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়ন পুর ফাচু ভূইয়ার মসজিদের সামনে কাঁচা রাস্তার উপর উক্ত ৪ আসামী মিলে সজল  (প্রকাশ বাবুকে) কে লাঠি দিয়ে এলো পাতাড়ি মেরে রাস্তায় ফেলে চলে যায়। 

খবর পেয়ে সজলের পরিবার ছুটে গিয়ে মুমূর্ষু অবস্থায় বাবুকে উদ্ধার করে ফেনী সদর হাসপালে নিয়ে যায়, অবস্থা খারাপ দেখে কর্তব্য রত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেলে প্রেরন করে, এবং কয়েকদিন আইসিইউতে থাকার পর মৃত্যু বরন করেন।

পরে ভিকটিম সজল (প্রকাশ বাবুর) মাতা বাদী হয়ে দাগনভূঞা থানায় ৪ জন কে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। 

এ বিষয়ে ক্রোশমুন্সি ফাঁড়ি থানার ইনচার্জ ও তদন্তকারী কর্মকর্তা এস আই নাজমুল হাসান তানিম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী কোম্পানিগন্জ হতে ডন রিয়াদ কে আটক করি, বাকী আসামী দের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত