প্রকাশিত: / বার পড়া হয়েছে
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে, তিনি ড. ইউনূসের নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন এবং বাংলাদেশের মানবিক সংকট, বিশেষ করে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
চিঠির মধ্যে মহাসচিব উল্লেখ করেছেন, ২৫ ফেব্রুয়ারি তারিখে প্রেরিত চিঠিতে, তিনি ড. ইউনূসের কাছ থেকে ৪ ফেব্রুয়ারি প্রাপ্ত চিঠির জন্য ধন্যবাদ জানিয়েছেন। এ চিঠি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং রোহিঙ্গা সংকটের সমাধানে জাতিসংঘের অবস্থান স্পষ্ট করে। গুতেরেস আরও বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা সংকটের মানবিক প্রভাব মোকাবেলায় জাতিসংঘ অব্যাহতভাবে কাজ করবে এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিস্থিতি তৈরি করতে সহায়তা করবে।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের কান্ট্রি টিমগুলিকে নির্দেশনা দেওয়া হবে এবং সেখানে থাকা সম্প্রদায়ের জীবিকা নির্বাহে সাহায্য প্রদান করা হবে। সেই সঙ্গে, মিয়ানমারের অভাবী মানুষের কাছে নিরাপদ, টেকসই মানবিক সহায়তা পৌঁছাতে জাতিসংঘ সমন্বয়কৃত কাজ করবে। এ সবকিছু চলমান সংকটের সমাধানে জাতিসংঘের অগ্রাধিকার হিসেবে থাকবে।
মহাসচিব গুতেরেস, চিঠির শেষ অংশে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ স্তরের সম্মেলনটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই সম্মেলন নতুন সমাধানের পথ তৈরি করবে যা রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য বিস্তৃত সমাধান প্ রস্তাব করবে। পরবর্তীতে, ১৩ মার্চ ঢাকা সফরের সময়, তিনি ড. ইউনূসের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
এই চিঠির মাধ্যমে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে রোহিঙ্গা সংকটের সমাধানে। জাতিসংঘের মহাসচিবের এই উদ্যোগ বাংলাদেশের সংকট সমাধানে একটি বড় পদক্ষেপ হতে পারে।