প্রকাশিত: / বার পড়া হয়েছে
আজ সোমবার বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন উত্তর শাখার সভাপতি মো.নুরুল আমিন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হজ এজেন্সী এসোসিয়েশন অফ বাংলাদেশ(হাব) এর নব নির্বাচিত সভাপতি সৈয়দ গোলাম সারোয়ারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
প্রতিনিধি দল নয়া পল্টন সিটি হার্টে নব নির্বাচিত সভাপতি সৈয়দ গোলাম সারোয়ারের অফিসে গেলে তিনি প্রতিনিধি দলকে স্বাগত জানান।
এ সময় পল্টন উত্তর শাখার সভাপতি নুরুল আমিনের নেতৃত্বে নব নির্বাচিত হাব সভাপতিকে ফুল দিয়ে বরন করে নেন।
প্রতিনিধিদল হাব সভাপতির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং হাবের নেতৃত্বে আগামী দিনে যেন স্বাচ্ছন্দ্যে হাজীগন হজ করতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন।
নব নির্বাচিত সভাপতি আগামী দিনে সততার সাথে দায়িত্ব পালনের আশ্বাস দেন।
প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন উত্তর শাখার সহ সভাপতি সোলাইমান ফারুক, সিটি হার্ট শাখার সভাপতি আবুল কাশেম সরদার, সেক্রেটারি মোঃ মনির হোসেন, অফিস সম্পাদক মানসুর আহমেদ।