Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

নি:স্বার্থে সেবাদান" সংঘটনের ব্যানারে এতিম  মাদ্রাসা ছাত্রদের মধ্যে এক বেলা আহার ও কোরআন শরীফ বিতরন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

ফেনী জেলা, দাগনভূঞা উপজেলা, ২ নং রাজাপুর ইউনিয়নের লতিফ পুর গ্রামের প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে "নি:স্বার্থে সেবাদান" মানবিক সংঘটনের ব্যানারে মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের জন্য ভোজের আয়োজন ও পবিত্র কোরআান শরীফ বিতরন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ শে ফেব্রুয়ারী) লতিফপুর গ্রামে মরহুম মকজলের রহমানের বাড়ি সংলগ্ন মাঠে ৩ টি এতিম খানার (সাপুয়া এতিমখানা ৪০জন, মেহেদীপুর এতিমখানা ৩৫, লতিবপুর এতিমখান ও মাদ্রাসা, ২০ জন, হত দরিদ্র, ২০ জন) প্রায় ১১৫ জন এতিম ছাত্রদের এক বেলা খাবার এবং কিছু কোরাআন শরীফ উপহার দেয়া হয়। 

আয়োজক কমিটির সভাপতি সাংবাদিক মো: ফখরুল ইসলামের তত্বাবধানে উপস্থিত ছিলেন, আবুল কালাম সওদাগর, মুন্সি শফিউল্লাহ সহ যুব ও প্রবাসী নেতৃবৃন্দ। 

২০২৪ সালে লতিফ পুর গ্রামের কিছু যুবক ও প্রবাসী মিলে সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক সংঘটন "নি: স্বার্থে সেবাদান" প্রতিষ্ঠান টি গড়ে তোলে। তাদের একটাই উদ্দেশ্য সমাজের অবহেলিত, এতিম অসহায়দের সহযোগিতার করা। 

তাদের দাবি সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে যে কোন সামাজিক ও মানবিক বিপর্যয়ে অসহায়দের পাশে থাকা সম্ভব। 

আয়োজকরা আত্ব-মানবতার সেবায় আগামীতে আরো বড় পরিসরে সমাজের বঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে দাড়ানোর প্রত্যায় ব্যাক্ত করেন।যারা আত্ব-মানবতার সেবায় সহযোগিতা করতে চান, নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল। 
শরীফ- 01818420676,হেদায়েত- 01840232528

বিজ্ঞাপন

Share

আরো খবর


সর্বাধিক পঠিত