Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

নরসিংদীতে সমাবেশের জন্য ৫০ টা গাড়ি না দিলে পরিবহন বন্ধের হুমকি

স্টাফ রিপোটার

প্রকাশিত: / বার পড়া হয়েছে


হুমকিদাতা- সরদার সাখাওয়াত হোসেন বকুল

বিএনপি আয়োজিত সমাবেশের জন্য গাড়ির দাবি করেছেন নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিএনপির এই নেতা মনোহরদী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালককে ৫০টি গাড়ি সরবরাহ করতে না পারলে পরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

গতকাল (১৯ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাসভবনে এমডিকে ডেকে এই হুমকি দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এমডিকে বলতে শোনা যায়, “এত গাড়ি কোথা থেকে দেব?” জবাবে বকুল বলেন, “সেটা আমি জানি না। গাড়ি না দিতে পারলে পরিবহন বন্ধ।”

আগামী ২২ ফেব্রুয়ারি নরসিংদী জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে লোকসমাগম নিশ্চিত করতে বকুল এই গাড়ি চেয়েছেন। বকুল সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত হলেও তার নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি এবং সংঘর্ষের অভিযোগ উঠেছে এলাকায়। সর্বশেষ এই হুমকির ঘটনায় তিনি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে।
এ বিষয়ে মনোহরদী পরিবহনের এমডি জানান, এত সংখ্যক গাড়ি সরবরাহ করা তাদের পক্ষে সম্ভব নয়।

এদিকে, স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন।

এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হুমকি ও চাপ প্রয়োগ রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে এবং সাধারণ মানুষের মধ্যে নিতিবাচক প্রভাব ফেলবে। তারা নেতাদের মধ্যে সমন্বয় ও সহনশীলতার আহ্বান জানিয় েছেন।

এ ব্যাপারে সাখাওয়াত হোসেন বকুলের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত