Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাগনভুইয়া আহমেদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পাগড়ী প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ফেনীর ঐতিহ্যবাহী দাগনভুইয়া আহমেদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাতে ৩২ জন হাফেজকে পাগড়ী প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (২০,০২,২৫) সকালে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা আমীর মুফতি মাওলানা আব্দুল হান্নান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, আরটিভি ও দৈনিক যায়যায়দিনের ফেনী প্রতিনিধি আজাদ মালদার, ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো. জাকের হোসেন মজুমদার, দাগনভুইয়া একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ও দাগনভুইয়া উপজেলার সাবেক আমীর এসএস নুরনবী দুলাল।

মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মনির উদ্দিন, বাকের হোসেন, হাফেজা সামস আনফাত জাহান ভুঁইয়ার পিতা, এডভোকেট এম সাইফুল ইসলাম দুলাল ভুইয়া সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

 পরে বিশেষ অতিথি মুফতি মাওলানা আব্দুল হান্নান ৩২ জন হাফেজ ও হাফেজাকে পাগড়ী প্রদান করে দেশ ও জাতির কল্যানে দোয়া করেন।

স্বাধীনতা পরবর্তীতে ৫০ জন এতিম দিয়ে এ মাদ্রাসা শুরু হয়। মরহুম হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন মিয়াজির প্রতিষ্ঠিত এ মাদ্রাসা ও এতিমখানাতে আজ একহাজার আটশত শিক্ষার্থী রয়েছে। এর জন্য দান অনুদান সাহায্য সহযোগিতা কারিদের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জানান মাদ্রাসা সুপার ইমাম উদ্দিন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত