Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শরীয়তপুরে ৫ দফা দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

শরীয়তপুরে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুর জজকোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর জেলার আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী। সমাবেশে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলার সদস্য সচিব ডা. শাহজালাল সাজু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খবির হোসেন প্রমূখ। এসময় দলীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যায় যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এই গণহত্যায় সরাসরি জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। গণহত্যায় জড়িতরা এখনও বাইরে ঘোরাফেরা করলেও তারা গ্রেপ্তার হচ্ছেন না। তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক।

তাদের ৫ দফা দাবিগুলো হলো: জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সঙ্গে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা; জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা; জন-আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা; ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থপাচারে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা এবং বিগত ১৬ বছরে ফ্যাসি স্ট হাসিনার রেজিমে সংগঠিত গুম-খুন  ও ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত