Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

সাবেক আইজিপি শহিদুল হকের গোপন সম্পদের নথি উদ্ধার

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফাইল ফটো

পুলিশের সাবেক আইজি এ কে এম শহিদুল হকের লুকিয়ে রাখা দুই বস্তা নথিপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তার এক আত্মীয়ের বাসা থেকে এসব নথিপত্র উদ্ধার করা হয়।

দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, পুলিশের সাবেক আইজি একেএম শহিদুল হক অবৈধ পথে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এই অনুসন্ধান কার্যক্রমের এক পর্যায়ে দুর্নীতি দমন কমিশন গোয়েন্দা তথ্যে জানতে পারে শহিদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত দুই বস্তা নথিপত্র একজন নিকটাত্মীয়ের কাছে পাঠিয়েছেন। ওই আত্মীয় আবার ওইসব নথিপত্র গোপন রাখার জন্য অপর এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেন।

এমন সংবাদ পেয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশিকালে দুইটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়।

যার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব এটর্নি, সংঘ স্মারক, বন্ড, এফডিআরের ছায়ালিপি, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত