Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

নড়িয়ার নওপাড়া ইউপি চেয়ারম্যান জাকির মুন্সীর সুনাম নষ্টের চেষ্টা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের কৃতি সন্তান, নওপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেন মুন্সীর সুনাম নষ্টের চেষ্টার পায়তারার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তিনি সচেতন মহল সহ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

স্থানীয়সূত্রে জানাগেছে, দীর্ঘদিন প্রায় ৩০ বছর ধরে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের কৃতি সন্তান, নওপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেন মুন্সী এলাকায় সুনাম ও সততার সাথে কাজ করে যাচ্ছেন। পদ্মার দুর্গম চর নওপাড়া ইউনিয়নে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ

নানান সেবামূলক কর্মকান্ডের সাথে জাকির হোসেন মুন্সীর নাম ওৎপ্রোতভাবে জড়িত। তিনি ওই এলাকার অসহায় মানুষের আশ্রয়স্থল। তিনি সুখে দুঃখে সবসময় নওপাড়ার মানুষের বটবৃক্ষ হয়ে পাশে থাকেন। এমনকি নওপাড়ায় পদ্মানদীর তীর রক্ষা বাঁধ নির্মাণেও তার ব্যাপক ভুমিক রয়েছে। নওপাড়ায় সর্বজন গ্রহনযোগ্য ব্যক্তি হিসেবে তিনি সুমান অর্জন করেছেন।

এমনকি বিদ্যুতের সাবস্টেশন নির্মানের জন্য তিন কোটি টাকার জমি দান করেছেন মুন্সী পরিবার।তবে সম্প্রতি একটি কুচক্রীমহল তার সুনাম ও সততাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। 

তারই ধারাবাহিকতায় একজন মাদক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জাকির মুন্সীকে জড়ানোর চেষ্টা করছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। তবে এলাকার বাসীর দাবি কোনো ষড়যন্ত্র করে জাকির মুন্সীর সুনাম নষ্ট করা যাবে না ।

স্থানীয় অনেকেই বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ জাকির হোসেন মুন্সী আমাদের বিভিন্ন ভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তার বাবা-দাদাও এই এলাকার মানুষকে আমৃত্যু সেবা দিয়েছেন। তিনি মানুষের কল্যাণের জন্য অনেক কাজ করেছেন। আমরা অতীতে তাঁর সঙ্গে ছিলাম, বর্তমানে আছি ও ভবিষ্যতেও থাকবো। স্থানীয় একটি কুচক্রীমহল তার বিরুদ্ধে নানানভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে তারা সফল হবে না। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। 

এব্যাপারে নওপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেন মুন্সী বলেন, আমি কাজের মাধ্যমে এলাকার মানুষের অনেক সেবা করেছি। কিছু কুচক্রীমহল ছাড়া সবাই আমার পক্ষে আছেন। আমি এলাকার মানুষের সাথে ছিলাম, আছি ও থাকবো। কোনো ষড়যন্ত্র করে আমার সুনাম নষ্ট করা যাবে না। কারণ এই এলাকার জনগণ আমাকে ভালভাবেই চিনে জানে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত