প্রকাশিত: / বার পড়া হয়েছে
কামার পুকুরিয়া যুব সমাজের উদ্যোগে তাফসির মাহফিল এর আয়োজন।
দীর্ঘ ১৫ বছর পর ফেনী জেলা, দাগনভূঞা থানা, ২ নং রাজাপুর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড, কামার পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে কামার পুকুরিয়া ইসলামি পাঠাগার ও যুব সমাজের উদ্যোগে (১৬ ফেব্রুয়ারী রবিবার) তাফসিরুল কোরআান মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে তাফসির করবেন মাওলানা এম হাসিবুর রহমান, প্রধান বক্তা, মাও- অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, বিশেষ বক্তা, মাও- সাইফুল ইসলাম বিন মুজাদ্দেদী, বিশেষ আকর্ষণ, মাও-ক্বারী আবদুল মান্নান সাহেব, ইসলামী সংগীত পরিবেশন করবেন, শিল্পি সানা উল্যাহ সাইমুন গোষ্ঠী।
উক্ত তাফসির মাহফিলে সভাপতিত্ব করবেন, এ এস পি ( অবসর) মো: শাহ আলম।