Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

কামার পুকুরিয়া যুব সমাজের উদ্যোগে তাফসির মাহফিল এর আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

কামার পুকুরিয়া যুব সমাজের উদ্যোগে তাফসির মাহফিল এর আয়োজন।

দীর্ঘ ১৫ বছর পর ফেনী জেলা, দাগনভূঞা থানা, ২ নং রাজাপুর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড, কামার পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে কামার পুকুরিয়া ইসলামি পাঠাগার ও যুব সমাজের উদ্যোগে (১৬ ফেব্রুয়ারী রবিবার)  তাফসিরুল কোরআান মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে তাফসির করবেন মাওলানা এম হাসিবুর রহমান, প্রধান বক্তা, মাও- অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, বিশেষ বক্তা, মাও- সাইফুল ইসলাম বিন মুজাদ্দেদী, বিশেষ আকর্ষণ, মাও-ক্বারী আবদুল মান্নান সাহেব, ইসলামী সংগীত পরিবেশন করবেন, শিল্পি সানা উল্যাহ সাইমুন গোষ্ঠী। 

উক্ত তাফসির মাহফিলে সভাপতিত্ব করবেন, এ এস পি ( অবসর) মো: শাহ আলম।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত