Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

কাশ্মিরে স্বাধীনতাকামীদের সঙ্গে লড়াই, ২ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

জম্মু ও কাশ্মিরে স্বাধীনতাকামীদের সঙ্গে লড়াই করতে গিয়ে দুই ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভারতের সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, আখনুর সেক্টরে অভিযানে ছিল সেনা সদস্যরা। সেখানেই আইইডি বিস্ফোরণ ঘটায় ‘জঙ্গী’রা। এতেই দুই সদস্য নিহত হন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। 

এক্স হ্যান্ডেলে সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, আখনুর সেক্টরে সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর একটি দল। সেই সময় লালেয়ালি নামের একটি জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। তাতেই মৃত্যু হয়েছে ২ সেনা জওয়ানের। 

সোমবার রাজৌরি জেলায় এলওসি গুলির লড়াইয়ে গুরুতর আহত হন আরও এক সেনা সদস্য। নওশেরা সেক্টরে কালাল এলাকায় কর্তব্য়রত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত