Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

জিডিপি প্রবৃদ্ধি কমেছে ১.৭ শতাংশ

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

গত ২০২৩-২৪ অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধির হার কমেছে ১ দশমিক ৭ শতাংশ । প্রাথমিক হিসাবে গত অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ৫ দশমকি ৮২ শতাংশ। চূড়ান্ত হিসাবে এটি কমে দাঁড়িয়েছে ৪ দশমকি ১২ শতাংশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে জানানো হয়, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৭ দশমিক ১০ শতাংশ এবং ৫ দশমিক ৭৮ শতাংশ।

বিবিএস বলেছে, সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি কমার উল্লেখযোগ্য প্রধান কারণ হচ্ছে রফতানি আয়ের সংশোধিত হিসাবের পরিপ্রেক্ষিতে শিল্প উৎপাদনের নিম্নগতি।

বিবিএসের হিসাব মতে, গত ২০২২-২৩ অর্থবছরে চলতি মূল্যে জিডিপির আকার ছিল ৫০ লাখ দুই হাজার ৭০০ কোটি টাকা (৪৫ হাজার কোটি ডলার)।

প্রতিবেদনে দেখা যায়, কৃষি খাতে চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমকি ৩০ শতাংশ (সাময়িক হিসাবে ছিল ৩ দশমিক ২১ শতাংশ)। এছাড়া, ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। এ হিসাবে কৃষি খাতে প্রবৃদ্ধি কমেছে।

শিল্প খাতে ২০২৩-২৪ অর্থবছরে চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ, যা সাময়িক হিসাবে ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ।

সেবা খাতে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ০৯ শতাংশ, যা সাময়িক হিসাবে ছিল ৫ দশমিক ৮০ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২৬ শতাংশ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত