প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী জেলা যুবদলের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে দাগনভূঞা উপজেলায় কাজী ফটিকের নেতৃত্বে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬.২.২৫) বিকাল ৪. ৩০ মিনিটে সাবেক ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে মিছিল টি নিয়ে দাগনভূঞা পৌর এলাকা প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মাসুদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ এর মধ্যে দিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কাজী ফটিক বলেন, গত কাল ফেনী জেলা যুবদলের কমিটিতে যারা নেতৃত্বে এসেছেন আমরা তাদের স্বাগত জানাই আসা করি ফেনী জেলা সহ সকল উপজেলায় যুবদলের কার্যক্রম আরো বেগবান হবে। এবং আগামীতে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপি কে রাস্ট্র ক্ষমতায় আনতে যুবদল অতীতের ন্যায় জোরালো ভূমিকা রাখবে।
তিনি আরে বলেন আসুন আমরা নিজেদের মধ্যে কাঁদা চোড়া চুড়ি না করে দলের বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ থেকে কাজ করি।
উল্লেখ্য গত কাল বুধবার ৫ ফেব্রুয়ারী ফেনী জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে নাছির উদ্দীন খন্দকার কে আহবায়ক, ভিপি বেলাল কে সিনিয়র যুগ্ন আহবায়ক, সাবেক ফেনী জেলা ছাত্রদলের সভাপতি এস এম সালা উদ্দিন মামুন ও আমজাদ হোসেন সুমনকে কে যুগ্ন আহবায়ক, এবং নাইম উল্ল্যাহ চৌধুরী বরাত কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।