প্রকাশিত: / বার পড়া হয়েছে
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে খুলনার শেখবাড়ি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উত্তেজিত জনতা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাড়িটি গুঁড়িয়ে দেয়।
খুলনা নগরীর শেরেবাংলা রোডে অবস্থিত দোতলা বাড়িটির মালিক ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার চার ভাই।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাড়িটি পরিচিতি পায় ‘শেখ বাড়ি’ হিসেবে। গত প্রায় ১৬ বছর ধরে, বিশেষ করে গত ৬ বছর ধরে বাড়িটি খুলনায় ‘ক্ষমতার কেন্দ্রবিন্দু’ হিসেবে পরিচিত।
এর আগেও এই বাড়িটি একাধিকবার ভাঙচুরের সম্মুখীন হয়।