প্রকাশিত: / বার পড়া হয়েছে
ইচ্ছে করে স্রোতের সাথে ছুটে চলে যাই,
মহাসাগর যেথায় কোন কুল কিনারা নাই।
ইচ্ছে করে মহা শূণ্যে পাখির মতো উড়ি
যেমন করে উড়ে চলে বাঁধন হারা ঘুড়ি।
ইচ্ছে করে তারার দেশে আলোর মতো জ্বলি
পথের মাঝে পথ হারালে ও সত্য পথে চলি।
ইচ্ছে করে মায়ের হাতে দোলনার দোল খাই
বাবার আদর বোনের সোহাগ যদি আবার পাই।
ইচ্ছে করে ভাইয়া তোরে জড়াই ধরি বুকে
এক সাথে খাই এক সাথে থাই,হাসি মনের সুখে।
কতো পাখি গেয়ে গান চলে গেছে দূরে
কতো পাখি মেরেছে বান বিষের বাঁশি সুরে।
ইচ্ছে করে আবার দেখি, প্রথম প্রেমের মুখখানি
কেমন ছিলো প্রিয়া আমার, হয়েছে এখন কেমন
জানি।
(চলবে) ...