Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

এরদোগানের সাথে বৈঠক করতে আঙ্কারায় সিরিয়ার নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তুরস্কের রাজধানী আঙ্কারার পৌঁছেছেন।

মঙ্গলবার আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তুর্কি ও সিরিয়ার দুই শীর্ষ নেতার মধ্যে স্থানীয় সময় দুপুর ২টা থেকে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান আহমেদ আল-শারার স্ত্রী লতিফ আল-দুরুবির সাথে দেখা করেছেন।

এরদোগানের আমন্ত্রণে আঙ্কারা সফরের অংশ হিসেবে সিরিয়ার প্রতিনিধিদলের নৈশভোজ ও প্রেসিডেন্ট কমপ্লেক্সে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণেরও কথা রয়েছে।

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করতে সরকারবিরোধী গোষ্ঠীগুলোর নেতৃত্বদানকারী আহমেদ আল-শারাকে গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।

প্রায় ২৫ বছর ধরে সিরিয়া শাসন করা বাশার আল আসাদ গত বছরের ৮ ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। এর ফলে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত