প্রকাশিত: / বার পড়া হয়েছে
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এ রুল জারি করে।
গত বছরের ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়।
২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরদিন তাকে চট্টগ্রামের আদালতে তোলার পর তার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীর মৃত্যু হয়।
এরপর একাধিকবার তার জামিন আবেদন করা হলেও সেগুলো নামঞ্জুর হয়।
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও সংঘাতের ঘটনায় বাংলাদেশ ও প্রতিবেশী ভারতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।