Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

সুখে না হলেও দুঃখে স্বরন করবেন: দাগনভুইয়া জনসভায় ডা, শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

দাগনভূঞা উপজেলা (ফেনী) এক পথ সভায় বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন প্রিয় দাগনভূঞাবাসী সুখে না হউক অন্তত দুঃখে আমাদের স্বরন করবেন।

এর আগে ৩ ফেব্রুয়ারী (সোমবার) সকালে ডাক্তার শফিকুর রহমান ফেনীতে অনেক গুলো পথসভা ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। আসরের নামাজের পর তিনি দাগনভূঞা আতার্তুক স্কুল মাঠে পথ সভায় যোগদান করেন। 

তার আগমন উপলক্ষে সকাল থেকেই দাগনভূঞা (ফেনী) আতার্তুক স্কুল প্রঙ্গনে নেতা কর্মিরা জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

আমিরে জামায়াত তার বক্তব্যে বলেন, বিগত ১৫ বছর আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা বিগত সরকার করেন নি। কেন্দ্রীয় নেতাদের মিথ্যা অজুহাতে ফাঁসি, জেল, জুলুম, নির্যাতন নিপীড়ন করে শেষ পর্যন্ত পলায়নের আগে আমাদের প্রানের সংঘটন কে নিষিদ্ধ করেন। কিন্তু আমারা ধমে যাওয়ার জন্য আসি নি, প্রয়োজনে আরো রক্ত দিব, ফাসির কাষ্টে জুলবো কিন্তু আল্লাহর দীন কায়েম না করে ক্ষান্ত হবো না ইনশাআল্লাহ। 

তিনি আরো বলেন এই দাগনভূঞার কৃতি সন্তান মকবুল আহাম্মদ সবচেয়ে কঠিন সময়ে আমার আগে দায়িত্ব পালন করেছেন। আমি তার আত্বার মাগফেরাত কামনা করি। 

আমিরে জামায়াত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কে স্বরন করে বলেন, কোরানের পাখি আল্লামা সাইদিকে বিগত নিষ্ঠুর সরকার ধর্ষন আর হত্যার অজুহাতে তিলে তিলে শেষ করেছে। 

সব কিছুর বিচার হবে, আল্লাহ বলেছেন হত্যার বদলে হত্যা আমরাও আইনের মধ্যে দিয়ে বিগত সময়ের গুম, খুন হত্যা ও অপকর্ম কারীদের বিচার চ াই। তা না হলে এ জাতি আমাদের ক্ষমা করবে না।

তিনি আরো বলেন, লুন্ঠন কারীরা বিদায় নিয়েছে, চাঁদাবাজ রা বিদায় নিয়েছে, কিন্তু নতুন কোন চাঁদাবাজ, টেন্ডার বাজ, টাকা পাচারকারীর হাতে দেশ পরিচালিত হউক সেটা জনগন চায় না। 

যে সপ্ন আর পরিবর্তনের আশায় ছাত্র জনতা জীবন উৎসর্গ করেছে, রক্ত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামি সে সপ্ন পূরনে সবাইকে নিয়ে কাজ করবে এই অঙ্গিকার ব্যাক্ত করছি। 

বিগত ২৪ শের বন্যায় আপনাদের এখানে এসে আপনাদের দুঃখে ব্যাতিত হওয়ার চেষ্টা করেছি, আগামীতে ও যে কোন দূর্যোগ, দূর্ভোগে বাংলাদেশ জামায়াত ইসলামি কে পাশে থাকার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। সুখে না থাকি দুঃখে সব সময় পাবেন কথা দিলাম। 

এর আগে নির্ধারিত সময় বিকাল ৩ টায় পবিত্র  কোরাআন তেলোয়াত এর মধ্যে দিয়ে পথ সভার মূল কার্যক্রম শুরু হয়। 

আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি আবদুর রহিম, সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, মাওলনা শামসুদ্দীন,দাগনভূঞা -সোনাগাজী ৩ আসনের সম্ভাব্য প্রার্থী, ডাক্তার ফখরুদ্দিন মানিক, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ সাঈদ। 

পথসভার আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ফেনী জেলার সাবেক শিবির সভাপতি তারেক মাহমুদ, নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, সাবেক ছাত্র নেতা আবু নাছের মুজাহিদ, সাবেক কাউন্সিলর নজির আহাম্মদ, পৌর আমির কামরুল আহসান, মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলা, সোনাগাজী আমির মাওলানা মোস্তফা।

অনুষ্ঠান সঞ্চালনা ও সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির গাজী ছালেহ উদ্দিন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত