Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দাগনভূঞা ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের মধ্যে চেক বিতরন

শাখাওয়াত হোসেন টিপু

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

ফেনী-চৌমুহনী মহাসড়ক প্রসস্ত করনের কারনে ভূমি অধিগ্রহণে দাগনভূঞা (ফেনী) আতাতুর্ক স্কুল মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের মধ্যে চেক বিতরন অনুষ্ঠান রবিবার ২ রা ফেব্রুয়ারী উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায়
চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

অতিরিক্ত জেলা প্রশাসক অভিশেক দাস, ভূমি  অধিগ্রহণ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, কৃষি  অফিসার কামরুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান গন, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

ক্ষতিগ্রস্থ ১২ জন ব্যাবসায়ীর মাঝে প্রত্যেক কে ১ লক্ষ ১৭ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৪ হাজার টাকা প্রদান করা হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত