Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

শরীয়তপুরে ৩টি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী চূড়ান্ত করেছে। বরিবার (২ ফেব্রুয়ারি) বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও শরীয়তপুর জেলা শাখার নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি জানান, শনিবার ফরিদপুর অঞ্চলের প্রতিটি উপজেলা ও পৌরসভা নেতাদের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক, সাবেক এমপি, এএইচএম হামিদুর রহমান আযাদ।


শরীয়তপুর তিনটি আসনের প্রার্থীরা হলেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল ও শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম। এই তিন প্রার্থীকে এখন থেকে ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মাঠ চষে বেড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, প্রার্থী ঘোষণার পরপরই শরীয়তপুরে জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে উৎসব-উদ্দীপনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তাদের প্রার্থীদের ছবি দিয়ে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে।


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরার সদস্য ও শরীয়তপুর জেলা শাখ ার নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন বলেন, আমাদের তিনজন প্রার্থীই যোগ্য ও জননন্দিত। তৃণমূলে তাদের চাহিদা আকাশছোঁয়া। আগামীর নির্বাচনে শরীয়তপুর তিনটি আসনের মানুষ তাদের যোগ্য ও  প্রিয় প্রার্থীদের ভোট দেওয়ার জন্য সদা প্রস্তুত।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত