প্রকাশিত: / বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশকে লুটেরা ও দুর্নীতিবাজদের কবল থেকে রক্ষা করতে হবে। যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা গণতন্ত্রের শত্রু। লুণ্ঠনকারীদের আর ক্ষমতায় আনা যাবে না।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জেলা জামায়াত আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা কর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।
জামায়াত আমির বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জনগণ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে। ভোটাধিকার নিশ্চিত হবে, মানবাধিকার লঙ্ঘন বন্ধ হবে। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, রাজনৈতিক দমন-পীড়নের শিকার হচ্ছি। দেশে আইনের শাসন নেই বরং ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। যারা লুটপাটের রাজনীতি করছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, তাদের প্রতিরোধ করতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা তাড়াহুড়ো করে ক্ষমতায় যেতে চাই না। বরং জনগণের রায়কে শ্রদ্ধা জানিয়ে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে বিশ্বাসী। জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারলেই দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।
ডা. শফিক বলেন, এখন সময় এসেছে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অধিকার আমাদেরই ফিরিয়ে আনতে হবে। দেশে একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদ খান, জেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলামসহ অন্যান্য নেতারা।
তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে জামায়াত সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী।
সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।