Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

নয়াকাল নিউজ পোর্টালের উপদেষ্টা সম্পাদক হিসাবে যুক্ত হলেন, প্রফেসর ড. লে. কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফাইল ফটো

নয়াকাল নিউজ পোর্টালের উপদেষ্টা সম্পাদক হিসাবে যুক্ত হলেন, প্রফেসর ড. লে. কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও

প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে গ্রেড-১ প্রফেসর হিসেবে কর্মরত। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর।

এছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। 

এছাড়াও তিনি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

গত ২৩ অক্টোবর ২০২৪ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স রেগুলেশনস ১৯৪০- এর চ্যাপটার-৩ ও এ্যাপেন্ডিক্স-৭ এবং বাংলাদেশ আর্মি রেগুলেশনস (রুলস) এর রুল ২৩৭ অনুযায়ী পদোন্নতির তারিখ (২৪ ডিসেম্বর ২০২০) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- এ প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ মেজর পদবীর কর্মকর্তাকে লেঃ কর্ণেল পদে পদোন্নতি প্রদান করা হয়।
বর্তমানে তিনি রমনা রেজিমেন্টে ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্বে আছেন।

উল্লেখ্য যে, প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ কুমিল্লা জেলার, চান্দিনা উপজেলাধীন ঐতিহাসিক কৈলাইন গ্রামের মিয়া পরিবারের গর্ব ও উত্তরসূরী।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত