প্রকাশিত: / বার পড়া হয়েছে
আমার ভাষা বাংলা ভাষা
খোদার সেরা দান,
এই ভাষাতে আমার রবের
করি গুন গান।
এই ভাষাতে রফিক সালাম
জীবন করে দান,
রক্ত দিয়ে বাঁচায় তাঁরা
মায়ের ভাষার মান।
এই ভাষাতে কথা বলি
এই ভাষাতে লেখন লেখি
এই ভাষাতে হৃদয় মেলি
উজাড় করি প্রাণ।