প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞা (ফেনী) উপজেলা বিএনপির কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত দলের বৃহৎ স্বার্থে যে কোন পক্ষ কে সভা, সমাবেশ, মিছিল মিটিং থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন ফেনী জেলা বিএনপি।
উল্লেখ্য আগামী ৩১ জানুয়ারী শুক্রবার ৮ নং জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া হাইস্কুল মাঠে সমাবেশ করার ঘোষণা দেন উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন।
পরে পদ বঞ্চিত অন্য পক্ষ বিতর্কিত কমিটির পদবী ব্যাবহার করে কোন সভা সমাবেশ করতে পারবে না মর্মে একই স্থানে কাউন্টার সমাবেশের ডাক দেয়।
এই বিষয়ে গত কাল ২৯ জানুয়ারি উভয় পক্ষের সাথে আইন শৃঙ্খলা রক্ষায় মিটিং করে সমাধানের চেষ্টা করে ফেনী জেলা প্রশাসন।
সেখানে কোন সমাধান না হওয়ায় জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার আজ ৩০ জানুয়ারি সন্ধায় তার ফেসবুকে এক পোস্টে শৃষ্ট জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ও দলের বৃহত্তর স্বার্থে উভয় পক্ষকে সকল প্রকার সভা, সমাবেশ ও মিছিল মিটিং হতে বিরত থেকে শৃঙ্খলা বজায় রাখার আহব্বান করেন।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন জেলা বিএনপির নির্দেশনা অমান্য করে বিএনপির যে কোন পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করে কোন সভা সমাবেশ করতে চাইলে তার বিরুদ্ধে সাংগঠনিক কঠিন সিদ্ধান্ত নেয়া হবে।